আন্তর্জাতিক

‘‌ধনী দেশগুলির কাছেই করোনা টিকা’‌

ধনী দেশগুলি কুক্ষিগত করে রেখেছে করোনা টিকা। তাই মধ্যবিত্ত দেশগুলি চাহিদামতো ভ্যাকসিন পাচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ করলেন ‘হু’ প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। তাঁর অভিযোগ, টিকা বৈষম্যের মুখোমুখি বিশ্ব।
প্যারিসে ‘পিস ফোরাম স্প্রিং’ বৈঠকে তাঁর দাবি, উচ্চবিত্ত দেশগুলির জনসংখ্যা বিশ্বের ১৫ শতাংশ। অথচ তাদের কাছেই বিশ্বের মোট টিকার ৪৫ শতাংশ রয়েছে। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দেশগুলির জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। অথচ তাদের জন্য বরাদ্দ মাত্র ১৭ শতাংশ টিকা।
এমনকী তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ১২৪টি দেশে ৬.৩ কোটি টিকার ডোজ পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সব মিলিয়ে তা এই দেশগুলির সম্মিলিত জনসংখ্যার মাত্র ০.৫ শতাংশ! তাঁর মতে, টিকার ঘাটতির পিছনে আসল সমস্যা হল তার বণ্টন ঠিকমতো না হওয়া।
সোমবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন সারা বিশ্বে টিকার ৮ কোটি ডোজ সরবরাহ করবেন তাঁরা। আগামী ৬ সপ্তাহের মধ্যেই ওই ডোজ পৌঁছে যাবে বিভিন্ন দেশে। তিনি বলেন, ‘সারা বিশ্বকে সাহায্য করতে আমরা একটা অতিরিক্ত পদক্ষেপ করতে চলেছি। আমরা জানি, আমেরিকা ততদিন সম্পূর্ণ সুরক্ষিত হতে পারবে না, যতদিন না সারা বিশ্ব থেকে অতিমারীকে দূরে সরানো যায়।’‌