অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলব করা জরুরী বৈঠকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর অনুপস্থিত থাকলেন। আর তা নিয়েই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও নেত্রীর আপ্তসহায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা জানান, শুক্রবার রাতে জ্বর হয়ে যাওয়ায় মৌসম বৈঠকে যেতে পারেননি। এর পিছনে অন্য কোনও কারণ নেই। গতকাল সন্ধ্যা পর্যন্ত বৈঠকে যোগ দেওয়ার কথাই মৌসমের তরফে জানানো হয় তৃণমূলকে। কিন্তু হঠাত্ই বৈঠকে না আসা নিয়ে এখন দলের ভেতরেই প্রশ্ন উঠেছে।
জেলার পর্যবেক্ষক থাকাকালীন শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মৌসম। ২০১৯ সালে উত্তর মালদা থেকেই হয়েছিলেন তৃণমূলের প্রার্থী। যদিও বিজেপির কাছে পরাজিত হন। কিন্তু তৃণমূলে তাঁর কদর বিন্দুমাত্র কমেনি। তাঁকে দলের জেলা সভানেত্রী পদ দেওয়ার পাশাপাশি করা হয় রাজ্যসভার সাংসদও। অভিষেকের ডাকা বৈঠকে মৌসমের অনুপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকের ধারণা। পাশাপাশি অসুস্থতার কারণে সাবিত্রী মিত্রও বৈঠকে যোগ দেননি। জল্পনা ছড়িয়েছে তাঁর ক্ষেত্রেও। শোনা যাচ্ছে শুভেন্দু কংগ্রেসে যোগদান করলে কংগ্রেসে ফিরতে পারেন এই দুই নেত্রীও।