জেলা ব্রেকিং নিউজ

মাটিয়া ধর্ষণকাণ্ড : ঘটনাস্থলে ফরেনসিক দল

মাটিয়া ধর্ষণ কাণ্ডের তদন্তের স্বার্থে ঘটনাস্থলে আসে চার সদস্যের ফরেনসিক দল। ঘটনাস্থলে আতস কাঁচ, ভিডিও ফটোগ্রাফি, মাটি, রক্তের নমুনা, গাছের পাতা সংগ্রহ করে নিয়ে যান ফরেনসিক সদস্যরা।

মাটিয়া ধর্ষণ কাণ্ডে এদিন কলকাতা থেকে ফরেনসিক আধিকারিক অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চার প্রতিনিধি দল প্রথমে মাটিয়া থানায় আসেন। সেখানে থেকে পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র তাপস ঘোষের নেতৃত্বে বিবেক নগর কলুতলা ঘটনাস্থলে যান ।সেখানে গিয়ে প্রায় একঘন্টা সরেজমিনে খতিয়ে দেখেন। প্রথমে পুরো এলাকা চিহ্নিত করার পাশাপাশি একটি ভিডিওগ্রাফি করেন নিজেরা। তারপর সেখানে একদিকে আতস কাঁচ দিয়ে রক্তের নমুনা ও মাটি খুঁড়ে বের করে সেগুলো সংগ্রহ করেন। পাশাপাশি নির্যাতিতা গ্রাম নেহালপুর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ওই প্রতিনিধি দল। এদিন এই ঘটনার মূল পান্ডা ওই নির্যাতিতা শিশুর মাসি রোজিনা বিবি এখন পুলিশি হেফাজতে রয়েছে।

এদিন, অভিযুক্তের বোন কাঁদতে কাঁদতে বলেন, যে অন্যায় করেছে ধরা পড়েছে, একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছোট শিশুর উপর নির্যাতন করল তাও আবার পরিকল্পনা করে। তিনি দিদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে এই ধরনের ঘটনা আর কোন দিন কেউ না ঘটতে পারে।

ইতিমধ্যে এই ধর্ষণকাণ্ড রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে, সিপিএম কংগ্রেস বিজেপি অর্থাৎ বিরোধীদল গুলি নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারকে এক হাত নিয়ে সরব হয়েছে প্রশাসনিক মহলে।

মাটিয়া কাণ্ডের প্রেমিক ও নির্যাতিতার পিসিকে গ্রেপ্তার করেছে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল, মহামান্য বিচারক ৬, দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে, অভিযুক্তরা এখন আদালতের বিচারাধীন।