জেলা

ঝড়ে উড়ল বাড়ির চাল, ক্ষতি চাষে

আচমকা ঝড়ে শান্তিপুরের বেশকিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছে কলাবাগান, পাটখেত। যার জেরে সমস্যায় পড়েছেন চাষিদের একাংশ। ঝড়ের তাণ্ডবে বেশকিছু কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষি ও বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শান্তিপুরের বিডিও প্রণয় মুখোপাধ্যায় বলেন, ‘‌পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও রাত থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন।’‌
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে আচমকা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটও বাড়তে থাকে। বুধবার সকালে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের কৃষিপল্লি এলাকার গিয়ে দেখা গেল, বিঘার পর বিঘা চাষ করা কলাগাছ ভেঙে মাটিতে নুয়ে পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, ‘‌ঝড়–বৃষ্টিতেই কলাগাছ ভেঙে গিয়েছে। আর কিছুদিন গেলেই ওই কলা বাজারে বিক্রির জন্য যেত। ইয়াসের প্রভাব না পড়লেও এদিনের ঝড়ে সব শেষ হয়ে গেল।’‌
জানা গিয়েছে, নবলাগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫টি কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। কোথাও আবার গাছের ডাল ভেঙে বিদ্যুতের খুঁটির উপর পড়ে রয়েছে। বেশকিছু এলাকা ওই রাতে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ‘‌দুর্যোগ থেমে যেতেই রাতে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। রাতেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে কোনওভাবে সমস্যায় না পড়েন, সরকারি সুযোগ-সুবিধা পান, সেই চেষ্টা করছি।’‌