দেশ ব্রেকিং নিউজ

মোদীর গড়ে শিল্পে আগুন

বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক আগুন লাগে গুজরাতের সুরাটের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (‌ওএনজিসি)‌–র একটি প্ল্যান্টে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ওএনজিসি কর্তৃপক্ষ। আপাতত হতাহতের খবর মেলেনি। যদিও গোটা প্ল্যান্টটি খতিয়ে দেখছে তাঁরা।
সংস্থার এক আধিকারিক জানান, ভোর ৩টে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ধারাবাহিক বিস্ফোরণ হতে থাকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় ঘণ্টা তিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও পরিষ্কার নয়। দমকল আসার আগে ওএনজিসি’‌র নিজস্ব টিম আগুন নেভানোর চেষ্টা করে। প্ল্যান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
স্থানীয় সূত্রে খবর, পরপর ৩টে বিস্ফোরণ হয়। ওই প্ল্যান্টের ২৪ টার্মিনালের ২টিতে আগুন লাগে। এরপর সবকটি টার্মিন্যাল বন্ধ করে দেওয়া হয়। সুরাটোর কালেক্টর ধবল প্যাটেল সংবাদ সংস্থাকে জানান, বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের এক ভোরে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নভি মুম্বইয়ের ওএনজিসি প্লান্টে।