জেলা

আগুনে ভস্মীভূত কপিলমুনির আশ্রম চত্ত্বর

রাত পোহালেই মহালয়া। আর তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বরে। আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। ফলে পুজোর আগেই বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে সেখানকার ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনার খবর দেওয়ার প্রায় এক ঘন্টা পর আগুন নেভাতে আসে দমকলের ইঞ্জিন। ততোক্ষণে ভস্মীভূত হয়েছে প্রচুর দোকানপাট। দমকল কর্মীরা দেরিতে আসায় তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় জনতাও।
দমকল সূত্রে খবর, বাজারের ভেতর এভাবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে দমকল। অভিযোগ, এক ব্যক্তির দোকানে বাসা বেঁধেছিল ভীমরুল। সেটাই কেরোসিন তেল ঢেলে, আগুন জ্বালিয়ে পোড়াতে গিয়ে বিপত্তি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, আগস্ট মাসের শুরুর দিকে বারুইপুরের কাছারি বাজারে কাপড় পট্টিতে বিধ্বংসী আগুন লাগে। রাত ২টো নাগাদ আগুন লাগে বারুইপুর থানার কাছারি বাজারে। প্রথমে একটি ইমিটেশনের দোকানে আগুন লাগে, তারপর সেই আগুন আশপাশের কাপড়ের দোকানে ছড়িয়ে যায়।