কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই বুধবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পৌঁছল দমকলের ২২টি ইঞ্জিন। জানা গিয়েছে, হাসপাতালে নয় তলায় ধরেছে আগুনটি। যদিও সব রোগীই সুরক্ষিত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। অগ্নিকাণ্ডের কেউ আহত হননি। দমকল কর্মীদের তৎপরতায় সকলকে নয় তলা থেকে বের করা হয়। দ্রুত খালি করা হয় ফ্লোরটি।
হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল জানিয়েছে, ন’তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। যদিও কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানা গিয়েছে। হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই অংশে বেশ কিছু পরীক্ষাগার রয়েছে। এদিন আচমকাই হাসপাতালের নয় তলা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
কীভাবে লাগল আগুন? দমকল দপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে, জানানো হয় দমকল দপ্তরের তরফে। দমকলের প্রচেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বার করে আনা হয়। তার ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।