দেশ ব্রেকিং নিউজ

সেরাম ইনস্টিটিউটে বড় আগুন

পুণের সেরাম ইনস্টিটিউটের একটি নির্মীয়মাণ ভবনে আগুন লাগল। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ ১ নম্বর টার্মিনালের গেটে আগুন দেখা যায়। এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। আগুন নেভানোর সমস্ত রকমের প্রচেষ্টা শুরু হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখানে তৈরি হয় বিসিজি টিকা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ–সুইডিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড–১৯ ভ্যাকসিন তৈরি করছে সেরাম। তবে এদিনের অগ্নিকাণ্ডে করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম বলে দাবি করা হয়েছে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদর্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
সূত্রের খবর, মঞ্জুরী নামে যে কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়, সেটি কোভিশিল্ডের উৎপাদন কেন্দ্র থেকে কয়েক মিনিট দূরে অবস্থিত। এটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি অংশ হিসেবে পরিচিত। ভবিষ্যতে মহামারি মোকাবিলার জন্য পরিকাঠামো গড়ে তুলতে সেখানে প্রায় আট–ন’টি ভবন তৈরি করা হচ্ছে। দমকলের এক আধিকারিক জানান, ভবনের ভেতরে চারজন ছিল। অত্যধিক ধোঁয়া আগুন নিয়ন্ত্রণে আনার কাজে বাধা দিলেও আমরা এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি।