ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বাংলাদেশ। সোমবার গাজীপুর জেলায় পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৫০টি ঘর। এই ঘটনায় এক দম্পতি–সহ মৃত্যু হয়েছে চারজনের। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুনের লেলিহান শিখায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে নিহত হন চারজন। নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়াঁ (৪০)। তাঁরা মহম্মদ আলি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনায় নিহত আরও দু’জন হলেন তাঁদের প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)।
দমকল বিভাগের আধিকারিক কবিরুল আলম জানান, কালামপুর এলাকার মহম্মদ আলির একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাস জ্বালাতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর আগুন আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।
উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানী ঢাকার চকবাজারে। ওই ঘটনায় মৃত্যু হয় ৭০ জন নিরীহ মানুষের। তারপরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। সেখানে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ধরা পড়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকা গলদ। অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও নির্বিকার প্রশাসন।