আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

আর্মেনিয়ায় জ্বালানী ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

আর্মেনিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। আর্মেনিয়ান কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে, আজারবাইজানের নাগর্নো-কারাবাখের একটি জ্বালানী ডিপোতে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছে। সংবাদ মাধ্যম আর্মেনিয়ান কর্তৃপক্ষের বক্তব্য উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে।

আর্মেনিয়ান কর্তৃপক্ষ আরও বলেছে যে ৩০০জনেরও বেশি হাসপাতালে ভর্তি এবং শতাধিক গুরুতর অবস্থায় রয়েছে। উল্লেখ্য, অশান্ত পার্বত্য অঞ্চল দখলের আজেরি দাবির পর ১৩,৩৫০ জন শরণার্থী আর্মেনিয়ায় পাড়ি জমায়।

একসময় বিদ্রোহীদের ঘাঁটি স্টেপানাকার্ট শহরে এই বিস্ফোরণ ঘটে। আর্মেনিয়ান কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, “জ্বালানী গুদামে বিস্ফোরণের ফলে আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।”

বিতর্কিত নাগর্নো-কারাবাখের অধিকার নিয়ে দীর্ঘদিনের সংঘর্ষ জারি এবং এলাকাটি বিতর্কিত হলেও এই এলাকা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলেই ঘোষিত। বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে জাতিগতভাবে আর্মেনীয়দের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়িহাজার।

কী কারণে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান বলেন, “বেশিরভাগের স্বাস্থ্যের অবস্থা গুরুতর বা অত্যন্ত গুরুতর। কিন্তু নাগোর্নো-কারাবাখের চিকিৎসা ক্ষমতা পর্যাপ্ত নয়।”