In Bangladesh, 3948 people have been newly infected with coronavirus. In the last 24 hours, 39 people have died in Bangladesh due to Kovid-19. The Department of Health said this on Thursday about the corona infection situation in the country. In all, 1 lakh 26 thousand 606 people have been identified in the country. A total of 1,721 people died.
বাংলাদেশ

পদ্মাপারে একদিনে করোনায় মৃত্যুমিছিল

বাংলাদেশে নতুন করে ৩৯৪৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গিয়েছেন ৩৯ জন। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনের। মোট মারা গিয়েছে ১ হাজার ৬২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, এই নিয়ে বাংলাদেশে কোভিড–১৯ আক্রান্ত হয়ে মারা গেলো ১৬২১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, মাস্ক পরার বিষয়টি শতভাগ নিশ্চিত করা যায়নি। এটা করতে না পারলে করোনা প্রতিরোধ করা যাবে না। করোনা প্রতিরোধে সব ব্যবস্থা নিতে হবে।