শনিবার অপরাহ্নে ঘন্টাখানেকের কালবৈশাখীর দাপটে একাধিক কাঁচা বাড়ির ব্যাপক ক্ষতি হল বনগাঁয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ল অসংখ্য গাছপালা। সাময়িক অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল।
বৃষ্টি-ঝড়ের মধ্যেই ক্ষতিগ্রস্থ বাড়ি গুলিতে পৌর কর্মীদের নিয়ে পৌঁছে গেলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। গোপালের নির্দেশে গাছের ভাঙা ডাল ও উপড়ে পড়া গাছ রাস্তার উপর থেকে সরিয়ে দ্রুত পরিষ্কার করেন পৌর কর্মীরা।
জানা গেছে, এদিন রেললাইন সংলগ্ন এলাকার বেশ কিছু কাঁচা বাড়ির টিন উড়ে যায়। বাটার মোড় এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে শহরের বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবে যায়।
বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, “পৌরসভা এলাকার প্রায় দেড়শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-বৃষ্টির মধ্যে আমরা পৌর কর্মচারীদের নিয়ে সেই সমস্ত বাড়িতে পৌঁছে শুকনো খাবার ত্রিপলের ব্যবস্থা করেছি। পরে পৌরসভার পক্ষ থেকে তাদের ঘর মেরামত করে দেওয়া হবে।” পাশাপাশি শহরের সর্বত্র স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে আনতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ শুরু করেন।