জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার লারকিপোরা এলাকায় বুধবার সকালে একটি গাড়ির মধ্যে সন্দেহজনক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে কমবেশি আহত হয়েছেন ৮ জন শ্রমিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশের দাবি, এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই।
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহজনক এই বিস্ফোরণে আহত হয়েছেন ৮ জন। স্থানীয় একটি বাজারের কাছে বুধবার সকালে এই বিস্ফোরণ হয়, বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আহতরা কেউ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা নন বলে জানা গিয়েছে।