কয়েকদিন আগেই আফগান গোয়েন্দা সংস্থার দপ্তরে তালিবানি হামলা চলেছিল। মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার আফগানিস্তানে জেলে হামলা চালাল আইসিস জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জালালাবাদের সরকারি কারাগারে। সেখানেই হামলা চালায় জঙ্গিরা। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কারাগার। আর তখনই জেল থেকে পালিয়ে গেল বহু তালিবান এবং আইএস জঙ্গি। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন ২৪ জন।
স্থানীয় সূত্রে খবর, ওই হামলার সময় প্রথমে জেলের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তখন ছুটে আসে জেলের নিরাপত্তায় থাকা রক্ষীরা ও আফগান সেনা। তখনই ওই চাঞ্চল্যের মধ্যেই জেলের মধ্যে ঢুকে পড়ে জঙ্গিরা। জেলের ভেতরে ঢুকেই প্রথম দুটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। জেলের নিরাপত্তারক্ষীদের দিকে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। আর তাতেই মৃত্যু হয় তিনজনের। পালটা গুলি চালাতে থাকে সেনা–পুলিশও। দু’পক্ষের গুলির লড়াই চলে প্রায় কয়েক ঘণ্টা। দু’পক্ষের গুলির লড়াইয়ের সুযোগ নিয়েই পালায় বহু জঙ্গি।
উল্লেখ্য, আইসিস হামলা চালালেও তালিবানের মদত ছাড়া তা সম্ভব হত না বলেই ধারণা অনেকের। যদিও সরকার প্রতিশ্রুতি দিয়েও বন্দিমুক্তির শর্ত মানেনি বলেও অভিযোগ তালিবানের। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল তালিবানের। চুক্তি অনুযায়ী ৫ হাজার বন্দিমুক্তির কথা বলা হলেও আদতে এখনও ৫০০ জনকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ।
ছবি—রয়টার্স।