আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ে ফের সরব গেরুয়া শিবির। বুধবার বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার স্বরুপনগর ব্লকের স্বরুপনগরের বিডিও অফিসের সামনে মঞ্চ বেঁধে চলল গণডেপুটেশন ও স্বাক্ষর সংগ্রহ।
এদিন বিজেপি আবাস যোজনার ঘর সহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে আওয়াজ তুলে নিয়ে একটি পথ সভাও করে।
তাদের দাবি, যেসব নাগরিকরা কেন্দ্রীয় সরকারের সুবিধা পাননি তারা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান, সেজন্য আজ এই গণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ বিজেপির জেলা সভাপতি রাম পদ দাস, বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক বৃন্দাবন সরকার সহ একাধিক নেতৃত্ব।