ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমনের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি সার্বিক ভাবে স্বস্তিদায়ক। তাই বিমানে আর মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল কেন্দ্র। তবে যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন, নাও পড়তে পারেন। সেক্ষেত্রে কোন জরিমানা দিতে হবে না এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৩১১ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৭ হাজার ১৭৫ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.২ শতাংশ মাত্র।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫৪৬ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১০ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। অর্থাৎ, সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।