কেন্দ্র নির্দেশিকা জারি করে বলেছে, বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পড়তে হবে। আর এই কথা অনেকেই শুনছেন না বলে অভিযোগ। ফলে রাস্তায় এখন কেউ মাস্ক পরে না বেরোলে তার গলায় রজনীগন্ধার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। এমনই ছবি দেখা গেল রবিবাসরীয় সকালে। জানেন তো, কখন রজনীগন্ধার মালা পরে? করোনাকে এভাবে স্বাগত জানালে দু’দিন পরেই তো দেওয়ালে আপনার ছবিতে মালা পড়বে। এবার এই বার্তা দিয়ে উচিত শিক্ষা দেওয়া হচ্ছে।
যাঁদের গলায় মালা পরিয়ে এইসব কথা শুনিয়ে দেওয়া হচ্ছে তাঁরা লজ্জায় লাল হয়ে যান। বুঝতে পারেন ভুলটা কোথায় করে ফেলেছেন। রজনীগন্ধা মালার সঙ্গে মাস্কও বিতরণ করা হয়। তা পরে হাতে বাজারে থলি নিয়ে বাড়িমুখো রওনা দিচ্ছেন অনেকেই। রবিবার সকালে নিমতার বাজারে দেখা গেল এই ছবি।
ইতিমধ্যেই শহর কলকাতার রাস্তায় পুলিশ কখনও লাঠিচার্জ, কখনও গান গেয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। রাস্তায় নেমে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরেও মাস্ক ছাড়াই বেরচ্ছেন আমজনতা। তাঁদেরকে সচেতন করতে এবার গান্ধীগিরির পথে নামলেন একদল তরুণ–তরুণী।