বাংলাদেশ

মাস্ক পরে নামাজের পরামর্শ প্রধানমন্ত্রীর

এবার থেকে মসজিদে নামাজ পাঠ করতে হবে মাস্ক পরেই। বিশেষ করে জোহর এবং মাগরিবের নামাজ আদায়ে যেসব মুসল্লি মসজিদে যাবেন, তাদের অবশ্যই মাস্ক পরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে করোনাভাইরাস রুখতে জোহর ও মাগরিবের সময়ে মসজিদে মাস্ক ছাড়া যেতে নিষেধ করা হয়েছে। মুসল্লিরা যাতে মাস্ক পরে মসজিদে যান তার জন্য ধর্ম মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী–পরিষদের বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রীপরিষদের সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। কঠোরভাবে করোনাভাইরাস রুখতে এবার জোহর ও মাগরিবের নামাজ পাঠে যাঁরা মসজিদে যাবেন, তাদের অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজের বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। আগামী অক্টোবর–নভেম্বর মাসে করোনার সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।