কোনও ব্যক্তি গাড়িতে একা থাকলেও মাস্ক বাধ্যতামূলক। বুধবার দিল্লি হাইকোর্ট যে কোনও যানবাহনকে ‘পাবলিক প্লেস’ হিসাবে অভিহিত করে নির্দেশ দেয়, সেখানেও কোভিডবিধি প্রযোজ্য। এখন দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কয়েকটি রাজ্যের পরিস্থিতিও খারাপ হয়ে পড়েছে।
সম্প্রতি একা গাড়ি চালানোর সময় মাস্ক না পরার জন্য জরিমানা করা হয় এক ব্যক্তিকে। আবেদনকারী সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান। বুধবার শুনানির সময় বিচারপতি প্রতিভা এম সিং আদালতের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ‘যে কোনও ব্যক্তি অথবা তাঁর আশপাশের সমস্ত ব্যক্তির জন্য মাস্ক একটি ‘সুরক্ষা কবচ’। কোনও যানবাহনকেও তিনি সাধারণের ব্যবহার্য জায়গা বা পাবলিক প্লেস হিসেবে অভিহিত করেন।’
ভাল নয় দিল্লির অবস্থা। কিন্তু দেখা যাচ্ছে দিল্লিতে অনেকেই কোভিডবিধি যথাযথ মানছেন না। তাই দিল্লি হাইকোর্ট এবার থেকে গাড়িতে একা থাকলেও মাস্ক বাধ্যতামূলক করল। গাড়িতে একা থাকলেও এবার থেকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক বলে বুধবার এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিং বলেন, ‘আপনি গাড়িতে একা থাকলে মাস্ক পরতে আপত্তি কেন? এটি আপনার নিজের নিরাপত্তার জন্য। মহামারি সংকট বেড়েছে। টিকা দেওয়া হোক বা না হোক, তাঁর মাস্ক পরা উচিত। বিশ্বব্যাপী বিজ্ঞানী এবং সরকারের পরামর্শ মেনে চলতে হবে।’ তাঁর কথায়, ‘কোনও গাড়ি যখন ট্রাফিক সিগনালে থামে, তখন ড্রাইভার প্রায়শই গাড়ির কাচ নামিয়ে দেন অথবা বাইরে মুখ বাড়িয়ে দেখেন। করোনাভাইরাস এতটাই সংক্রামক যে, তখনও যে কেউ সংক্রামিত হতে পারেন।’