হ্যাঁ। চুরি। তাও আবার প্রয়াত দিয়েগো মারাদোনার অমূল্য হাতঘড়ি। এদিন যা উদ্ধার করা হল অসম থেকে ! ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
শনিবার এই খবর নিশ্চিত করছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। টুইটারে খবরটি নিশ্চিত করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, “আন্তর্জাতিক সাহায্য নিয়ে অসম পুলিশ ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাবলট ঘড়িটি উদ্ধার করেছে। ঘটনায় ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঘটনাটি ঠিক এরকম। দুবাইয়ের একটি কোম্পানি মারাদোনার সই করা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখে। সেই কোম্পানিতেই নিরাপত্তারক্ষীর কাজ করত ধৃত ওয়াজিদ হুসেন নামে ওই ব্যক্তি। লিমিটেড এডিশন এই ঘড়িটিও ছিল ওই কোম্পানির শোরুমেই। সেখান থেকে ঘড়িটি চুরি করে অসমে পালিয়ে আসে ওয়াজিদ। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওয়াজিদকে গ্রেপ্তার করতে সফল হয় অসম পুলিশ। শনিবার ভোর ৪টে নাগাদ শিবসাগরের বাড়ি থেকেই ওয়াজিদকে গ্রেপ্তার করেন পুলিশ কর্মীরা।
দুবাই পুলিশের কাছে খবর ছিল ফুটবলের রাজপুত্র মারাদোনার অতি মূল্যবান একটি হাতঘড়ি চুরি গিয়েছে। ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে অসম পুলিশ। তাদের সহযোগিতাতেই তল্লাশি অভিযান চালিয়ে অসমে খোঁজ মেলে সেই অভিযুক্তের। তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
You must be logged in to post a comment.