ফের সপ্তাহভর যাত্রী ভোগান্তির আশঙ্কা। ওভারহেডে বিদ্যুতের কাজ, ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ সহ একাধিক কাজের জন্য হাওড়া-বর্ধমান ডিভিশনে বাতিল বহু ট্রেন। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে কাজের জন্য আগামী ১২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে। হাওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি যাত্রীদের। যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সব ট্রেনের সময়সূচি ঘোষণা করেছে রেল।
আগামী ১২, ১৭,১৯, ২২, ২৪, ২৬ তারিখ বর্ধমান থেকে বাতিল ট্রেনটি হল ০৩০৫২। হাওড়া থেকে বাতিল ৩৫৮৫৭। আগামী ১২,১৪,১৫,২০,২৭ তারিখ বর্ধমান থেকে বাতিল ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২ ট্রেনগুলি। হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১। ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৮১। আগামী ১৬,১৮,২১,২৩,২৫,২৮ তারিখ হাওড়া থেকে বাতিল ট্রেনটি হল ০৩০৫১, বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল ৩৭৭৮২, ৩৭৮১২।
You must be logged in to post a comment.