ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপট এড়াতে দূরপাল্লার পাশাপাশি বন্ধ থাকবে লোকাল ট্রেন, এমনটাই ঘোষণা রেলের। বৃহস্পতিবার রাত আটটার পর পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না।
একইভাবে হাসনাবাদ, নামখানা স্টেশন থেকেও শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন রওনা দেবে না। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, “ঝড়ের দাপট চলাকালীন ট্র্যাকে যাতে কোনও ট্রেন না থাকে, তার জন্য এই ব্যবস্থা। সাধারণ মানুষের সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।” পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার এমার্জেন্সি কন্ট্রোল খোলা হবে। প্রতিটি স্টেশনে ট্রেন চলাচলের পরিস্থিতি ঘোষণা করা হবে।