খেলাধুলা ব্রেকিং নিউজ

মনোজ যোগ দিচ্ছেন তৃণমূলে!‌

বুধবারই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলে যোগ দেবেন বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। যদিও এই ব্যাপারে তিনি নিজে মুখে এখনও কোনও মন্তব্য করেননি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিয়েছেন রূপোলি পর্দার এক ঝাঁক মুখ। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামার পালা অনেকের।
মনোজ তিওয়ারি ছাড়া ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। তিনিও সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন। কয়েক দিন আগেই রাজ্যের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন আর এক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। পাশাপাশি তিনি হাওড়া শহর তৃণমূলের সভাপতি পদে ইস্তফা দেন। বড় মঞ্চে পারফর্ম করা সত্ত্বেও আইপিএলে ব্রাত্য থাকতে হয়েছে মনোজ তিওয়ারিকে। জাতীয় দলের জার্সি গায়েও প্রতিভার ছাপ রেখেছেন। তবুও তাঁকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে অবশ্য মনোজ বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু জাতীয় নির্বাচকদের নজর তাঁর উপর পড়েনি। ক্রিকেটের মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দান! মনোজের জন্য কী অপেক্ষা করছে, তা হয়তো সময়ই বলবে।
আবার রাজনৈতিক চর্চায় উঠে এসেছে আরও এক ক্রিকেটারের নাম। শোনা যাচ্ছে, অশোক দিন্দাও রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। এই ব্যাপারে তিনি কোনও সিদ্ধান্তের কথা না জানালেও জল্পনা ছড়িয়েছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।