Former Prime Minister Manmohan Singh was admitted to the AIIMS in Delhi on Sunday night. News that his condition is stable. The former prime minister was admitted to the Delhi AIIMS around 9.45 pm on Sunday due to chest pain. He is currently under observation in the Cardio Thoracic Ward.
দেশ ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি মনমোহন সিং

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রবিবার রাতে দিল্লির এইমসে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে খবর। বুকে ব্যথা অনুভব করায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে রবিবার রাত পৌনে নটা নাগাদ তাঁকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। বর্তমানে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাঁকে অবজার্ভেশনে রাখা হয়েছে। সন্ধ্যায় তিনি বুকে অস্বস্তি অনুভব করেন। তাঁকে রাত পৌনে ৯টা নাগাদ এইমসে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা নীতীশ নায়েক। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালের কার্ডিও–থোরাসিক ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এইমসে কার্ডিওলজির প্রফেসর ড. নীতীশ নায়েকের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে একবার তাঁর বাইপাস সার্জারি হয়ে গিয়েছে। তারপর থেকেই বেশ দুর্বল হয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁর শরীরের সমস্ত কাজকর্ম স্বাভাবিকই আছে। অসুস্থ থাকলেও লকডাউন পরবর্তী সময়ে রাজনীতিতে সচল ছিলেন মনমোহন।