মনিপুরের ধসে প্রাণ হারিয়েছেন বসিরহাটের মহিউদ্দিন। দেশের বীর সন্তানকে শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস মীনাক্ষীর। আজ, মঙ্গলবার বসিরহাটে মৃত সেনা কর্মীর বাড়ি পৌঁছে বীর শহীদ মহিউদ্দিনের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী।
১০৭ নম্বর ব্যাটেলিয়ান গোর্খা রেজিমেন্টের সদস্য মহিউদ্দিন ও তার ছোট ভাই মিয়াজুদ্দিন। ঈদের উৎসবের জন্য দুই ভাই ছুটির আবেদন করেছিল। ছোট ভাই ছুটি পেলেও বড় ভাই ছুটি পায়নি। আজ মঙ্গলবার ওই বীর জওয়ানের বাড়ি আসার কথা ছিল। রবিবার মহিউদ্দিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ সেখানে শুধুই শোকাত্ম পরিবার। নিহত জওয়ানের স্ত্রী রিমানা ইয়াসমিন ছোট্ট পুত্র সন্তানকে আঁকড়ে ধরে বসে আছে।
এদিন, মৃত সেনা কর্মী মহিউদ্দিনের বাড়িতে যান সিপিএম নেতৃত্ব ও ডিওয়াইএফআই এর সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী সহ সিপিএম নেতৃত্ব। তার বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।