মণিপুরে প্রায় ২৪ ঘণ্টার মধ্যে ফের গোলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেসরকারি গ্রাম সুরক্ষা স্বেচ্ছাবাহিনীর দুই সদস্য।
সূত্রের খবর, শুক্রবার ভোরে চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত কাংভাই এলাকায় শুরু হয় বন্দুকযুদ্ধ। গোলাগুলির ঘটনা চলে প্রায় পাঁচ ঘণ্টা ব্যাপী। গুলিবিদ্ধ গ্রাম সুরক্ষা স্বেচ্ছাবাহিনীর দুই সদস্যকে চূড়াচাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ-পীড়িত এলাকায় পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ।
মণিপুরের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এর আগে ২৫ জুলাই একদল দুষ্কৃতী কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছিল। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ডিমাপুর থেকে বাসগুলো আসার সময় সাপোরমেইনায় সংগঠিত হয়েছে।
সরকারি সূত্রের খবর, স্থানীয় উত্তেজিত জনতা সাপোরমেইনায় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মণিপুরের রেজিস্ট্রেশন নম্বরের দুটি বাস থামিয়ে তাতে অন্য সম্প্রদায়ের কোনও মানুষ বসে আছে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করেছিল। তাদের আবদারে সায় না দেওয়ায় ওই দুটি বাসে অগ্নিসংযোগ করে দুষ্কৃতী দলটি।