দেশ লিড নিউজ

Manipur: মণিপুরে মহিলাদের বিবস্ত্র করা ঘটনায় গ্রেফতার আরও ১, ফের প্রকাশ্যে আরও এক ভয়ঙ্কর ভিডিও

উত্তপ্ত মণিপুরের মহিলাদের নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখার পরই কেন্দ্রের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বুধবার এই ঘটনার পরই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছিল। শনিবার আরও এক অভিযুক্ত নাবালককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মত ছয়জনকে গ্রেফতার করা হল। এরই মাঝে ফের প্রকাশ্যে এসেছে আরও এক ভয়ঙ্কর ভিডিও।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার জেরে শুক্রবার ক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত হুইরেমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলেই জানা গিয়েছে। ওই বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এমনকী এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

মণিপুরে সংঘর্ষের কারণে ইতিমধ্যে প্রায় ১৪৫জনের প্রাণ গিয়েছে। আহত অসংখ্য। এলাকা ছাড়া প্রায় ৫০ হাজার পরিবার। প্রাণ রক্ষায় আশপাশের রাজ্যে পালিয়েছে বহু পরিবার। হিংসার আগুনে পুড়েছে প্রায় ২৫০টি গির্জা এবং ১৭টি মন্দির।