নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সোমবার তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যেটা তাৎপর্যপূর্ণ, এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কোনও অভিযুক্ত।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মানিকের স্ত্রীকে হেপাজতে নিয়েছিল ইডি। অবশেষে এদিন জামিন পেলেন শতরূপা। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘মানিক ভট্টাচার্যের স্ত্রীকে আর হেপাজতে রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না আদালত।’
২০২২ সালের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট পেশ করেছিল ইডি। তাতে অন্য অভিযুক্তদের সঙ্গেই নাম ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যেরও। তদন্তে অসহযোগিতার অভিযোগে গত বছরের ১১ অক্টোবর মানিককে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এর পরেই তদন্তে নেমে মানিকের বিপুল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। সেই সূত্রে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে শৌভিক ভট্টাচার্যের। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালতে আত্মসমপর্ণ করেন মানিকের স্ত্রী ও পুত্র। সেদিনই আদালতের নির্দেশে দু’জনকেই হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।