রাজ্য লিড নিউজ

মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাটে বাড়ছে রহস্য, RK ও DD নামে কাদের সাথে একাধিকবার কথা? জানতে মরিয়া ইডি

মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির হোয়াটসঅ্যাপ চ্যাটে বাড়ছে রহস্য। পাশাপাশি মানিকের ফোনে রয়েছে ‘RK’ এবং ‘DD’ নামে দুই ব্যক্তির নম্বর। একাধিকবার ‘RK’-কে ফোন করেছেন মানিক ভট্টাচার্য। ‘RK’ এবং ‘DD’ নামের ওই দুই ব্যক্তি কারা? তা খতিয়ে দেখতেই মানিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না। তাই সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। এদিন রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পরই মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।

এরপর তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। পাশাপাশি এদিনই তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে । কারণ, পুজোর ছুটির জন্য বন্ধ রয়েছে ইডি বা সিবিআইয়ের বিশেষ আদালত। তাই মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন ইডি আধিকারিকরা।