ব্রেকিং নিউজ রাজ্য

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা মানিকের, আপাতত ED হেফাজতেই থাকবেন তৃণমূল বিধায়ক

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা মানিক ভট্টাচার্যের। আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্টে।

আদালত জানায়, তাঁরা সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। ইডি সম্পূর্ণ ভিন্ন একটি তদন্ত করছে। এই গ্রেফতারির বিরুদ্ধে কোনও রক্ষাকবচ ছিল না। তাই গ্রেফতারি অবৈধ নয়। সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। আদালত তাঁরে রক্ষাকবচ দেয়। কিন্তু, সেই রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে ইডি বলে অভিযোগ। রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডির গ্রেফতারি অবৈধ দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বৃহস্পতিবার সেই মামলাই খারিজ করে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেই মামলায় এদিন কার্যত রক্ষাকবচ পেয়েছেন মানিক ভট্টাচার্য। সিবিআই তদন্ত চালিয়ে গেলেও মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন পথে তদন্ত চলছে, তদন্তের অগ্রগতি কত দূর, কোন পথে এগোতে চাইছে সিবিআই, ৪ সপ্তাহ পর সেই রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানির দিন এখনও স্থির হয়নি।