ইডির অনড় মনোভাবের কাছে নতিস্বীকার। শেষ পর্যন্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে হাজিরা দিতেই হল সিজিও কমপ্লেক্সে। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় তাপস হাজিরা দিলেন ইডি দফতরে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া যায়, তার উপর নির্ভর করছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতিপ্রকৃতি।
উল্লেখ্য, বুধবার ইডি দপ্তরে ই-মেল করেন তাপস মণ্ডল। জানিয়েছিলেন, তিনি বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন। তাই কোনওভাবেই বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে ইডি তাপসকে সময় দিতে নারাজ। বৃহস্পতিবারই হাজিরা দিতে হবে বলে সাফ জানান আধিকারিকরা। সেই মতো বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তাপস মণ্ডল।
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ পরিচিত তাপস মণ্ডলের বাড়ি বারাসাতে হলেও তাপস মণ্ডলের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের মাইশোরা অঞ্চলের হরেকৃষ্ণপুর গ্রামে। স্থানীয়দের মতে, বাড়ি থেকে কিছুটা দূরে তাপস মন্ডলের মিনার্ভা কলেজ নামে একটি কলেজ রয়েছে।
নব্বইয়ের দশকে সামান্য কোচিং করতেন তাপস। তারপর কলকাতায় চলে আসেন। সেখানে থেকে গত কয়েক বছরে কীভাবে এত টাকা রোজগার, বিপুল সম্পত্তি, তার উৎসের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, দুর্নীতির টাকায় হয়েছে এই সম্পত্তি। এর আগে মঙ্গলবার তাপস মণ্ডলকে তলব করেছিল ইডি। কিন্তু সেবার শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ইডি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।