ব্রেকিং নিউজ রাজ্য

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক-পুত্র শৌভিকের

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলে ছিলেন মানিক পুত্র শৌভিক।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে স্পেশাল কোর্ট এবং হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন শৌভিক। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়।

জানা গিয়েছে, আদালতের তরফে কোনও নির্দেশ ছাড়াই শৌভিক ভট্টাচার্যকে সমন পাঠানো হয়েছিল। তিনি নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন। শুক্রবার বিচারপতি বেলা.এম.ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই জামিন পান মানিক পুত্র শৌভিক ভট্টাচার্য