মালদা জেলার আম জগৎ বিখ্যাত। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় চলছে লকডাউন। এই রাজ্যেও কড়া করোনাবিধি চালু রয়েছে। ফলে মালদার আম রাজ্য ও দেশের অন্যান্য অঞ্চলে পাঠাতে হিমশিম খাচ্ছেন আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। বিপুল লোকসানের কথা চিন্তা করে অনেকেরই কপালে ভাঁজ বাড়ছিল। এই পরিস্থিতিতে এগিয়ে এল রাজ্য সরকার।
মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় এবার বিশেষ ট্রেনে প্রায় পাঁচ টন আম পাড়ি দিল দিল্লি। গত শুক্রবার মালদা থেকে বিশেষ ট্রেনে ৫ টন হিমসাগর ও ল্যাংড়া আম দিল্লির আনন্দবিহারের উদ্দেশ্যে রওনা হয়। এরফলে একদিকে যেমন দিল্লীবাসী মালদার রসালো আম থেকে বঞ্চিত হবেন না অন্যদিকে এখানকার চাষি ও ব্যবসায়ীরাও উপকৃত হলেন।
এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, “মালদা জেলার আম জগৎবিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে”। তিনি আরও জানান, এটা প্রথম পর্যায়ের উদ্যোগ। এরপর দেশের অন্যান্য অংশেও পাঠানো হবে মালদার হিমসাগর ও ল্যাংড়া আম।
You must be logged in to post a comment.