রাজ্য

মানেকার ফোনে বরাহনগরে এফআইআর

সিআইডি সূত্রে খবর পাওয়া গিয়েছিল, মণীশ শুক্লা খুনে ব্যবহৃত রিভলবার এসেছিল গরু পাচারের গাড়িতে। এবার ফের গরু পাচারের খবর পেয়েও অভিযোগ নিচ্ছিল না পুলিশ বলে অভিযোগ। এই দাবি করেছেন স্বয়ং কয়েকজন অভিযোগকারীরা। অবশেষে দিল্লি থেকে মানেকা গান্ধীর ফোন পেয়ে বরানগর থানা অভিযোগ নিয়েছে বলে জানান তাঁরা। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।
ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে দিল্লি রোড ধরে শ্রীরামপুর হয়ে ফেরার সময় পশুপ্রেমী এক মহিলা লক্ষ্য করেন একটি ট্রাকে বেশ কতগুলি গরু নিয়ে যাওয়া হচ্ছে কোনওরকম সুরক্ষা ছাড়াই। এই ঘটনা তিনি পুলিশের নজরে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা!‌ বরং তাঁকেই একপ্রকার হেনস্থা করা হয়। প্রশ্নবাণে জর্জরিত করে দেওয়া হয়। অভিযোগ, এই ট্রাক থেকেও টাকা খেয়েছে পুলিশ। তাই অভিযোগ নিতে গড়িমসি করছিল।
এদিন তিনি রাস্তায় থাকা পুলিশ কর্মীদের চাপ দিয়ে বিষয়টি জানালে তারা ট্রাকটি বরানগর থানায় নিয়ে আসে। মহিলার অভিযোগ, এরপরে এই নিয়ে একটি অভিযোগ দায়ের করতে তাঁকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকী বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় তাঁকে। শুধু তাই নয়, গরুগুলিকে গোশালায় পাঠানো নিয়েও পুলিশ কোনওরকম সহযোগীতা করেনি বলে অভিযোগ। ট্রাক ভর্তি গরু অবৈধভাবে পাচার রুখে হেনস্থার শিকারও হন মহিলা। রাস্তার দাঁড়িয়ে পুলিশ মহিলা বচসা বাঁধে।