দেশ ব্রেকিং নিউজ

দলিতের ওপর অ্যাসিড হামলা

উত্তরপ্রদেশে কী আইনশৃঙ্খলা বলে কিছু আছে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ এখানে‌ ঘুমন্ত তিন দলিত বোনের ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। ঘটনাস্থল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। হাথরসের পর গোন্ডা জেলা নারী নির্যাতনের তালিকায় উঠে এল। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার পসকা গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবক রাতের অন্ধকারে তিন বোনের উপর অ্যাসিড ছুঁড়ে মেরেছে বলে অভিযোগ। বয়স যথাক্রমে ৮, ১২, ১৭। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
পুলিশ সূত্রে খবর, তাঁদের উপর অ্যাসিড আক্রমণ করেছে তথাকথিত উঁচু জাতের কোনও যুবক। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি যোগীর পুলিশ। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। সাম্প্রতিক হাথরাসের পর গোন্ডা গ্রামের এই ঘটনা যোগী আদিত্যনাথের প্রশাসনকে নতুন করে চাপে ফেলে দিল।
পুলিশের প্রাথমিক অনুমান, গোন্ডা জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। দলিত সম্প্রদায়ের তিন বোন খুশবু, কোমল ও আঁচল রাতে নিজেদের বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিল। মাঝরাতে অজ্ঞাতপরিচয় এক যুবক কার্নিশ বেয়ে ছাদে উঠে তিন বোনের উপর অ্যাসিড ছুঁড়ে দেয়। পরিবারের লোকজন আন্দাজ করছে, বড় বোন খুশবুকে টার্গেট করেছিল ওই যুবক।
আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিন বোন। জানা গিয়েছে, বড় বোন অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’‌জনেরও চোট গুরুতর। লখনৌয়ের ডিজিপি জানান, গোন্ডা জেলার পরশপুর থানার অন্তর্গত পসকা গ্রামে ঘটনাটি ঘটেছে। যখন তিন বোন রাতে ঘুমোচ্ছিল তখন আততায়ী বেয়ে উঠে খোলা জানালা দিয়ে অ্যাসিড হামলা করে।
মহিলাদের উপর একের পর এক জঘন্য অপরাধ ঘটে চলেছে উত্তরপ্রদেশে। অথচ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ করছে না উত্তরপ্রদেশের প্রশাসন। আর তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিন বোনের শরীরের একাধিক অংশ ঝলসে গিয়েছে বলে খবর।