রেশনে বিনামূল্যে চাল–গম যে বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে না এবার তা প্রত্যক্ষ করল গ্রামবাংলা। লকডাউনে কাজ না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। এমনকী অর্থাভাব থেকে নিত্যদিনের অশান্তি সঙ্গী হয়ে উঠেছিল। এই পরিস্থিতির জেরে স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ দিঘার রতনপুর এলাকায়। খুন হওয়া স্ত্রীর নাম শাকিনা বিবি।
পুলিশ সূত্রে খবর, ধৃত স্বামী সাবির শেখের বয়ান— কয়েক বছর আগে নিউ দিঘাতে প্রেম করে শাকিনাকে বিয়ে করে সে। নদিয়াতে তাঁর আর এক স্ত্রী রয়েছেন। মৎস্যজীবীদের ট্রলারের কাজে নদিয়া থেকে ১৩ বছর আগে দিঘায় চলে আসে সাবির। তারপর পেশা বদলে রিক্সা চালাতে শুরু করে। শাকিনার সঙ্গে পরিচয়ের পর প্রেম হয়। এরপর বিয়ে করে তারা। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ লকডাউন সঙ্গে রোজগার তলানিতে চলে যাওয়ায় নিত্য অশান্তি সঙ্গী হয়ে উঠেছিল। পুলিশ সাবিরকে গ্রেপ্তার করেছে। জেরায় খুনের কথা স্বীকার করে সাবির। এই ঘটনার পেছনে কোনও ত্রিকোণ প্রেমের ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, ইদানীং লকডাউনে রিক্সা চালানো বন্ধ ছিল সাবিরের। অর্থাভাবে অশান্তি হতে শুরু করে। গত মঙ্গলবার সাবির হঠাৎই থানায় গিয়ে শাকিনার নিখোঁজ ডায়েরি দায়ের করতে যায়। কিন্তু পুলিশ আগে সাবিরকেই খুঁজে দেখতে বলে। বিষয়টি জানাজানি হতে প্রতিবেশীরা খোঁজাখুজি শুরু করে। নিউ দিঘার সায়েন্স সেন্টার থেকে কিছু দূরে ঝাউ বনের মধ্যে ওড়না বেরিয়ে থাকতে দেখেন তাঁরা। পুলিশকে খবর দিলে মাটি খুঁড়ে শাকিনার দেহ উদ্ধার করা হয়।