A suspect has been arrested in front of the Parliament House in Delhi.
দেশ ব্রেকিং নিউজ

সংসদের কাছে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

সংসদে জঙ্গি হামলার সতর্কতার মধ্যেই দিল্লিতে সংসদ–ভবনের কাছ থেকে গ্রেপ্তার করা হল সন্দেহভাজন এক ব্যক্তিকে। আর এই ঘটনায় গোটা দিল্লিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ তার কাছ থেকে একটি কাগজের টুকরো উদ্ধার হয়েছে। তাতে যা লেখা রয়েছে, তা দেখে মনে হচ্ছে কোডের ভাষায় কিছু লেখা হয়েছে। এই কোড কোনও নাশকতা বা হামলার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সংসদের বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় ওই যুবককে। তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানদের একটি দল তার সঙ্গে কথা বলতে যায়। তখন পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে ঘাসের উপর বসে ছিল সে। কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় সে কী করছে, তা জানতে চাওয়া হয় ওই যুবকের কাছে। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, ওই যুবকের ব্যাকপ্যাক থেকে ভিন্ন নামের একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে খোঁজ মেলে এক টুকরো কাগজের। সেই কাগজে সন্দেহজনক কিছু কোড লেখা রয়েছে দেখতে পায় পুলিশ। জেরা করার পর ওই ব্যক্তি পুলিশকে জানায় যে, সে জম্মু–কাশ্মীরের বদগাম এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, জেরায় সে জানায়, ২০১৬ সালে প্রথম সে দিল্লিতে আসে। পরে আবার বলে, করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সে রাজধানীতে পৌঁছয়। সে গত কয়েকদিন পুরনো দিল্লি ও নিজামুদ্দিমের জামিয়া নগর এলাকায় থাকত। সন্দেহভাজন ওই ব্যক্তিকে দফায় দফায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কী উদ্দেশ্য নিয়ে সে দিল্লিতে এসেছিল, কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সে জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ।