রাজ্য

খাস কলকাতায় শ্লীলতাহানির নালিশ

অপরাধের তালিকা থেকে বাদ নেই খাস কলকাতাও। দক্ষিণদাঁড়িতে মদ্যপের হাতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। খাস কলকাতার বুকে এই ধরণের ঘটনা ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। সত্যিই কী কলকাতা নিরাপদ?‌ যদিও ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মহিলা অভিযুক্ত ব্যক্তির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। ঘটনার সময় ওই ব্যক্তি বলেছিল সে কালীঘাটের বাসিন্দা। সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ।
অভিযোগকারী তরুণীর বয়ান অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ ওই তরুণী দমদম থেকে ৪৫ নম্বর বাসে ওঠেন। ওঠার পর তিনি জানতে পারেন বাসটি গাঙ্গুলিবাগান পর্যন্ত যাবে না। তাই মাঝপথে দক্ষিণদাঁড়ি বাসস্ট্যান্ডে নেমে পড়েন। অভিযোগ, তখন বাসস্টপে অপেক্ষা করার সময় এক মদ্যপ যুবক হাজির হয়। তাঁকে ক্রমাগত কুপ্রস্তাব দিতে থাকে ওই যুবক। নানারকম অশ্লীল ইঙ্গিত করতে থাকে সে। যৌনমিলনের প্রস্তাবও দেয় সে। তরুণী ওই যুবকের কথাবার্তা ভিডিও রেকর্ড করেন।
এরপর ফোনে বিষয়টি প্রেমিককে জানাতে তরুণীর প্রেমিক ঘটনাস্থলে পৌঁছন। তিনি ওই যুবকের সঙ্গে হাতাহাতি করে প্রেমিকাকে বাঁচান। তারই মাঝে প্রেমিকের সামনে ওই মদ্যপ যুবক অশালীনভাবে তরুণীর শরীর স্পর্শ করে বলে অভিযোগ। তারপর ধারাল অস্ত্র দিয়ে তরুণী ও তাঁর প্রেমিককে ভয় দেখানোও হয়। উল্টোডাঙা ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানান তাঁরা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বলেও দাবি তরুণীর। অ্যাপ ক্যাবে চড়ে রাত ১০টা নাগাদ ঘটনাস্থল ছাড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত শ্লীলতাহানির ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়।