রাজ্য

সোনার হীরের বালা চুরি, গ্রেপ্তার

পোস্তার একটি গয়নার দোকান থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের একটি হীরে বসানো সোনার বালা নিয়ে চম্পট দিয়েছিল এক ব্যক্তি। পোস্তা থানায় অভিযোগ জানানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ রাজস্থান থেকে মণীশকুমার জৈন নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। শনিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়।

বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি আইনজীবী জানান, সম্প্রতি মণীশ পোস্তার ওই গয়না দোকানে যায়। নিজেকে গয়না ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দেন। অভিযোগ, এরপরই অভিযুক্ত শোরুমের শোকেসে থাকা হীরে বসানো সোনার বালাটি দেখতে চায়। সে বলে, ওই ধরনের একটি সোনার অলঙ্কার সে বানাতে চায়।

এরপরই ওই দোকান থেকে ওই অলঙ্কার হাতে পাওয়া মাত্রই তা নিয়ে অভিযুক্ত চম্পট দেয়। সরকারি আইনজীবী বলেন, অভিযুক্ত রাজস্থানে বাড়ি হলেও সে থাকত বড়বাজার এলাকায়। সেখানে বার কয়েক হানা দিলে তার কোনও খোঁজ পায়নি পুলিস। এরপরই ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তের বিরুদ্ধে পুলিস গ্রেপ্তারি পরোয়নার আর্জি জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। এরপরই কোর্টের ওই আইনি নথি নিয়ে পুলিস হানা দেয় রাজস্থানে। সেখানকার পুলিসের সহযোগিতা নিয়ে পোস্তা থানার পুলিস ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে কলকাতার কোর্টে হাজির করে।