ব্রেকিং নিউজ রাজ্য

চাকরিহারাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মমতার

সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালত ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। এদিন মোট ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিয়েছে আদালত।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে এবার তাঁদের হতাশ না হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যতদূর লড়াই করার করবেন বলেও জানান তিনি। ভোটের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চাকুলিয়াতে সভা ছিল তাঁর। সভার শুরুতেই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এরপরই চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা লড়ে যাব। লড়াই করব। চাকরি বাতিল করা হলে হতাশ হবেন না। চিন্তা করবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি। যতদূর লড়াই করার লড়াই করব।’

এরপরই নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায়ে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তাঁর অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। কিন্তু কাকে নিয়ে নতুন ডিভিশন বেঞ্চ করবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। চার সপ্তাহের মধ্যে টাকা ফেরাতে হবে। এটা সম্ভব?’ এদিকে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন।