নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে এসে তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, “অসম, ছত্তিসগড়, গোয়ার মুখ্যমন্ত্রীদের দীর্ঘ সময় বলতে দেওয়া হলেও আমি যেই বলতে শুরু করেছিলাম, ওরা আমার বলা বন্ধ করে দিল।”
মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বৈঠকে তিনি বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মাইক অফ করে দেওয়া হয়।
কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ ওড়িয়ে দিয়ে কেন্দ্রের দাবি, নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়নি৷ ঘড়ি দেখিয়েই তাঁকে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে।