মে মাসে পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। আগামী মাসের প্রথম সপ্তাহে আসার কথাও রয়েছে। আর যাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
তাজপুর বন্দরের পরিকল্পনা অনুযায়ী, তাজপুরে সমুদ্রের তীরে ১২৫ একর জমিতে বন্দর গড়ে উঠবে। সেখান থেকে চার কিলোমিটার দূরে বন্দর-সংযুক্ত শিল্প গড়ার জন্য আরও এক হাজার একর জমি নির্মাতা সংস্থাকে রাজ্যের তরফে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন এই প্রকল্পে রাজ্য সরকার ৪,২০০ কোটি টাকা মতো লগ্নি করবে। সব মিলিয়ে তাজপুর বন্দর প্রকল্পে প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে ২৫ হাজারের বেশি।
পাশাপাশি নয়াচরে মৎস্য হাব, ট্যুরিজম সেন্টার সংক্রান্ত একাধিক প্রকল্প, দিঘার নতুন করে সৌন্দর্য্যায়নের কাজ সহ একাধিক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। ইয়াস ঝড়ের পর দিঘার সমুদ্র সৈকত সংলগ্ন বিস্তীর্ণ রাস্তায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেগুলি মেরামতের কাজ চলছে।
এপ্রিল মাসের শেষ অর্ধে কলকাতায় বিশ্ব বাণিজ্য সম্মেলন চলছে। সেখান থেকে বিভিন্ন শিল্প উদ্যোগীদের প্রকল্পের ঘোষণা করার কথা রয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আসার খবরে খুশি পূর্ব মেদিনীপুর বাসী।