পুরভোট চলাকালীন দুয়ারে সরকার নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের। নির্দেশিকায় বলা হয়েছে, দুয়ারে সরকার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না।
সোমবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু রাজ্যে পুরভোট চলছে, সেহেতু দুয়ারে সরকার শিবিরে মমতার ছবি ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে। একই সাথে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিবিরে যেতে পারবেন না রাজনৈতিক নেতা-নেত্রীর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেন, দুয়ারে সরকার প্রকল্পে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হয়েছে এবং এর মধ্যে ৬ টি নতুন পরিষেবা। সবমিলিয়ে এবারের দুয়ারে সরকারে মোট ২৮ টি পরিষেবার সুবিধা পাবেন রাজ্যবাসী।
প্রসঙ্গত, আগামী ২৭ -এ ফেব্রুয়ারি বঙ্গে ১০৮ টি পুরসভার নির্বাচন। তাই ওই সব জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি রাখা যাবে না বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি রাজনৈতিক নেতা বা মন্ত্রীও যেতে পারবেন না সেখানে। কমিশন মনে করছে, পুরভোটের সময়ে এই সরকারি প্রকল্প যাতে নির্বাচনী প্রচারের কোনও অঙ্গ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তাই সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।