ব্রেকিং নিউজ রাজ্য

লোকসভা নির্বাচনের আগে দুয়ারে সরকারে জোর মমতা সরকারের

২০২৪-এর লোকসভা ভোটের আগে ইতিমধ্যে ২৬টি দলের বিরোধী জোট তৈরি হয়েছে। এই বিরোধী জোট গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে ফের বাংলায় দুয়ারে সরকার ক্যাম্প করবে নবান্ন।

জানা গিয়েছে, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস মিলিয়ে দু’দফায় হবে ওই ক্যাম্প। বাংলায় সামাজিক সুরক্ষাকে আলাদা মাত্রা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, পথশ্রী, মেধাশ্রী ইত্যাদি বিবিধ প্রকল্প চালাচ্ছে। সেই সব প্রকল্পের সুবিধা মানুষের দরজায় পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। এই ধরনের ক্যাম্পে গিয়ে কোনও প্রকল্পের উপভোক্তা হওয়ার জন্য যেমন আবেদন করা যায়, তেমনই পুরনো আবেদন বা শংসাপত্র সংশোধনও করা যায়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে,এবারের দুয়ারে সরকার শিবির থেকে নতুন কিছু পরিষেবা পাওয়া যাবে। তবে কোন তারিখ থেকে এই শিবির শুরু হবে তা এখনও পর্যন্ত জানায়নি রাজ্য সচিবালয়। শুধুমাত্র দুয়ারে সরকার নয়, আরও একটি সরকারি কর্মসূচি নিয়েও ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী অগস্ট মাসে শুরু হবে ‘শিল্প সমাধানে’ নামে একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে শিল্পের জন্য ঋণ দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যত ক্রেডিট কার্ড, প্যান রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আনন্দধাম স্কিম সহ একাধিক সরকারি প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়া যাবে।

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও মেধাশ্রী সহ আরও বেশ কয়েকটি পরিষেবা যুক্ত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।