ব্রেকিং নিউজ রাজ্য

বিচারপতি গাঙ্গুলিকে আক্রমণ মমতার

আসন্ন লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে, নিজের জেলায় জেলায় ঘুরে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। তার আগে শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের সভা থেকে বিজেপি’কে নিশানা করেন তিনি৷ সেই সঙ্গে বিঁধলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে৷ কোচবিহারের সভা থেকে মমতা বলেন,”বিচারপতির আসনে বসে আপনি অনেকের চাকরি খেয়েছেন। এখন তৃণমূলের নাম করে যা খুশি বলে বেড়াচ্ছেন। এবার আপনার বিচার হবে। জনগণ আপনার বিচার করবে৷ এটা জনগণের আদালত। আমি সেই কারণেই আপনার বিরুদ্ধে ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছি। আমি চাই দেবাংশু ছুটে ছুটে আপনাকে হারাক। আপনি হারুন জনগণের ভোটে।”

সম্প্রতি বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে তাকে ‘সুবিধাবাদী’ বলেছিলেন। তারপর নারী দিবসেই সভা থেকেই কার্যত ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, তিনি যেখানেই দাঁড়ান, ছাত্র-নেতাদের দিয়েই তাঁকে হারাবেন। সেই প্রেক্ষিতে তমলুকে অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের এক তরুণ তুর্কিই প্রার্থী হয়েছেন। ভোটের লড়াইয়ে কে কাকে টক্কর দেয় এখন সেটাই দেখার।