লিড নিউজ

ফের কেন্দ্র–রাজ্য সংঘাত!‌ মুখ্যমন্ত্রীর পত্রবোমা প্রধানমন্ত্রীকে

ফের পত্রবোমা নিক্ষেপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা আছড়ে পড়ল দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। কয়লা সেক্টরে ১০০ শতাংশ এফডিআই–এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। ফলে আবার কেন্দ্র–রাজ্য সংঘাত ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌১৯৭৩ সালে কয়লাক্ষেত্র জাতীয়করণ করা হয়। কয়লা আমাদের জাতীয় সম্পত্তি। সেখানে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে না এফডিআই আসবে, না এমন কোনও টেকনোলজি আসবে যা আমাদের নেই।’‌
জানা গিয়েছে, কয়লা ক্ষেত্রে ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। কোল ইন্ডিয়ার সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কয়লা ক্ষেত্রে বাণিজ্যকরণ বা ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সুযোগ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত সংকল্পের পরিপন্থী।
ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী?‌ চিঠিতে তিনি লিখেছেন, বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদক দেশ ভারত। তার মধ্যে ভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক কয়লা উৎপাদন হয়ে থাকে। কয়লা উৎপাদনে প্রায় ২৭ হাজার কোটি টাকার লভ্যাংশ রয়েছে কোল ইন্ডিয়ার। তাদের কাছে থাকা লাভের অংশ ৩১ হাজার কোটি টাকারও বেশি। ফলে সেই কয়লায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ দেশের সামগ্রিক কয়লা ক্ষেত্রকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।
শুক্রবার মুখ্যমন্ত্রী যে চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন তাতে তাঁর স্পষ্ট বার্তা, এই সিদ্ধান্ত রাজ্যের স্বার্থবিরোধী। দেশজুড়ে চলা লকডাউনের মধ্যে কীভাবে কোল ইন্ডিয়ার কর্মচারীদের অন্যত্র স্থানান্তরিত করা হবে তা স্পষ্ট করতে হবে। এই ঘটনায় কোল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত শতাধিক কন্ট্রাকচুয়াল লেবার কাজ হারাবেন। এই চিঠির উত্তর অবশ্য এখনও মেলেনি।