নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পত্রাঘাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১২৫তম জন্মদিন নেতাজির। তার আগেই জাতীয় ছুটি ঘোষণা করা হোক বলে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। পশ্চিমবঙ্গ সরকার অনেকদিন ধরেই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে আসছে, কিন্তু তা এখনও পূরণ হয়নি।
তিনি আরও লেখেন, তাঁর নেতৃত্বে ব্রিটিশ শাসন উপড়ে ফেলতে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়ে চরম বলিদান দিয়েছেন হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। প্রতিবছর দেশজুড়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। নেতাজির জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি আমরা। বহুদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছি আমরা। তাই জাতীয় নায়ককে যোগ্য সম্মান দিতে ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক।
সারা দেশে তিনটি দিনকে জাতীয় ছুটি হিসেবে গণ্য করা হয়— ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই তালিকায় সুভাষচন্দ্র বসুর জন্মদিন অন্তর্ভুক্ত করার দাবি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই জানিয়ে আসছেন মমতা। একই দাবি ফরওয়ার্ড ব্লকেরও।মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে নেতাজি–পৌত্র ও প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু বলেন, ‘২৩ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হলে ভালো কথা। কিন্তু, আসল হল তাঁর জীবনাদর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তা অনুসরণ করা। তিনি ধর্মনিরপেক্ষতার যে পথ দেখিয়েছিলেন, তা থেকে যেন আমরা কখনও বিচ্যুত না হই।’
অন্তর্ধান রহস্যের উপর থেকে পর্দা সরানোর আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নেতাজির অন্তর্ধানের বিষয়ে জানার অধিকার রয়েছে বাংলার ও দেশের মানুষের। এই বিষয়ে বেশ কিছু গোপন ফাইল জনসমক্ষে এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার এই রহস্যের সমাধান করে তা জনসমক্ষে পেশ করুক কেন্দ্র।
