লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের দিনই বৈঠক ডেকেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। জানা গিয়েছে, আগামী ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হবে। সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ কী, তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স, তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করা হবে এই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।
‘ইন্ডিয়া’ জোটের ওই বৈঠকে তৃণমূলের থাকার কথাও উল্লেখ করেছেন কংগ্রেস। তবে শেষ দফা ভোটের আগে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। কেননা ওইদিন বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনে রয়েছে শেষ দফার ভোট। সোমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় গিয়ে মমতা বলেন, ‘আমি জানিয়ে দিয়েছি ১ তারিখ যেতে পারব না। ওইদিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত ১০ টা বেজে যাবে। আমি সব ছেড়ে কী করে যাব!’ শুধু মুখ্যমন্ত্রী নন, বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না।