উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জলপাইগুড়ির মালবাজার আদর্শ বিদ্যালয় স্কুলে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। দুপুর ১টা নাগাদ শুরু হবে সেই সভা।
সোমবার তিনি সোজা বাগডোগরা থেকে মালবাজারে পৌঁছান। মালবাজারে দশমীর দিন হড়পা বানে যারা প্রাণ হারিয়েছেন তাদের বাড়িতে গিয়ে পৌঁছান। মোট ৬ জনের বাড়িতে যান তিনি। মুখ্যমন্ত্রী পৌঁছে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। হড়পা বানে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করার কাজে যারা হাত বাড়িয়েছিলেন, যেমন প্রশাসন থেকে শুরু করে এসডিও এবং লোকাল থানা তাদেরকেও তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দশমীর দিন জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় আট জনের। তবে, সেই পরিস্থিতিতেই নিজেদের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফের সঙ্গে উদ্ধারে নেমেছিলেন অনেক স্থানীয় যুবকও। শিরোনামে এসেছিল দারা সিং, মানিক, মহম্মদদের নাম।
এবার জেলা সফরে যাওয়ার পরেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানিকদের মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে। এখন প্রশ্ন একটাই, মঙ্গলবার কি সরকারি বৈঠকে ডেকে মানিক, মহম্মদদের কি সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? এটাও হতে পারে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান ও আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে মানিকদের। এ নিয়ে আপাতত কৌতূহল তুঙ্গে।