রামপুরহাটে ঘটে গিয়েছে নারকীয়-কাণ্ড। আগুনে ঝলছে মৃত্যু হয়েছে শিশু-মহিলাসহ আট জনের। এদিন পুলিশি বাধার মুখেই বগটুই গ্রামে ঢুকল বিজেপির প্রতিনিধি দল। মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, প্রমাণ লোপাটের জন্যেই কাল রামপুরহাটে মুখ্যমন্ত্রী আসছেন। সিবিআই, এনআইএ তদন্তের দাবি জানান তিনি।
রামপুরহাটের বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের এফআইআরেই তা স্পষ্ট। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে, বগটুই গ্রামে হত্যালীলা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বগটুইকাণ্ডে এসডিপিও, আইসি ছাড়াও ১২ পুলিশ কর্মী ‘ক্লোজড’। ডিআইবি ও সিভিক পুলিসের ১২ কর্মীকে ‘ক্লোজ’ করা হল। গতকাল বগটুইকাণ্ডে এসডিপিও, আইসি-কে ক্লোজ করা হয়। বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৪ জন পুলিশ কর্মীকে ‘ক্লোজ’ করা হল।
অন্যদিকে, বকটুই গ্রামে যাওয়ার সময় বিজেপি বিধায়কদের ল্যাংচা খাওয়া নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল রামপুরহাট যাব’, আজ বীরভূমে যাব ভেবেছিলাম, যাইনি। কাল আমি রামপুরহাট যাব। আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই।
এই হত্যালীলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে।সমস্ত কিছু গুটিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ভাদু শেখের স্ত্রী, ভাই সহ পাঁচটি পরিবার। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের নেতৃত্বেই হত্যালীলা চলেছে। রামপুরহাটের বকটুই গ্রামে নৃশংস হত্যালীলার প্রতিবাদে জেলায় জেলায় চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি।